মামলার রায়
মামলা নং- ২৮/১২
বাদীর আরজির প্রেক্ষিতে অত্র গ্রাম আদালত থেকে বারবার নোটিশ করা সত্ত্বেও বিবাদী গণ গ্রাম আদালতে হাজীর হন না। পরবর্তীতে বিষয়টি নিঃপত্তির জন্য স্তানীয়ভাবে নোটিশ করা হয়। তাতেও বিবাদী গণ স্বাক্ষর করেন নাই। বিবাদীগণ অত্যন্ত ধুরন্ধর প্রকৃতির লোক বটে তারা গ্রাম আদালত এবং স্থানীয় শালিশ কোন কিছুই মানতে চান না। বাদীর আরজির সত্যতা আছে। বিবাদী গণ গ্রাম আদালতে ও গ্রাম্য শালিশে উপস্থিত না থাকার কারনে বিষয়টি গ্রাম আদালতে নিঃপত্তি করা গেল না। এই জন্য বাদীকে বিষয়টি নিয়া উচ্চ আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হইল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস